শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে মানববন্ধন


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

রংপুরে কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপুন আক্তারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ হওয়ায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী স্কুল ছুটির পর মীরবাগ বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধন ও সুধী সমাবেশের আয়োজন করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পুষ্পজিৎ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বড়ুয়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মনির উদ্দিন, বিএম কলেজের অধ্যক্ষ শাহ্ মো. রেজাউল ইসলাম, ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেন, শিক্ষক সমিতির নেতা মোজাম্মেল হক, সামসুল হক, রাজনীতিবিদ রফিকুল ইসলাম চৌধুরি, গোবিন্দ দাস, সামসুন নাহার, সাংস্কৃতিক কর্মী এসএম সাথী বেগম অভিভাবক রবিউল ইসলাম ও কুদ্দুস সরকার প্রমুখ ।

বক্তারা বলেন, প্রধান শিক্ষিকা যখন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিভিন্ন মহলে ওই উপজেলাকে পরিচিত করছেন। এতে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে বিদ্যালটির সুনাম ক্ষুণ্ন করার জন্য অপ্রচার চালাচ্ছেন।

বক্তারা আরোও অভিযোগ করেন, ওই কুচক্রী মহলটি বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে না পেরে প্রধান শিক্ষিকার ব্যক্তি চরিত্র হননে উঠে পড়ে লেগেছে। তারা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহেণের জোর দাবি জানান। এর আগে রংপুর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ওই শিক্ষিকা।

জিতু কবীর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।