নদীতে গোসলে নেমে ঢাকা কলেজ ছাত্র নিখোঁজ
নাহিদ হাসান, ঢাকা
নরসিংদীর বীরগঞ্জে ব্রক্ষপুত্র নদের শাখা নদী আড়িয়াল খাঁয় গোসল করতে নেমে মুহাম্মদ সোহেল রানা (২১) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
সোহেল রানা ঢাকা কলেজের ২০১৭-১৮ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও যুব রেডক্রিসেন্ট দলের সদস্য। নিখোঁজের বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সোহেল চরমান্দালিয়া ব্রক্ষপুত্র নদের শাখায় মুন্সিপাড়া স্লুইচ গেট থেকে নদীতে সাঁতার দেয়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তার বন্ধুরা পাড়ে উঠতে পারলেও সোহেল নদীতেই তলিয়ে যায়।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও সোহেলর খোঁজ মেলেনি।
বিএ/জেআইএম