আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেও নমুনা পরীক্ষার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৯ আগস্ট ২০২০

শুধু উপসর্গ নয়, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেও নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৯ আগস্ট) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘বিনীত অনুরোধ করব, আপনারা নমুনা পরীক্ষা করান। শুধু লক্ষণ উপসর্গ নয়, যারা আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা করান। আপনাদের নমুনা পরীক্ষা ও শনাক্ত হলে ব্যবস্থা নেয়ার মাধ্যমে করোনাকে প্রতিরোধ করতে পারি। করোনার চিকিৎসা গ্রহণ করলে অনেককেই হয় তো মৃত্যুর হাত থেকে ফেরানো যেতে পারে।’

নাসিমা সুলতানা বলেন, ‘যেকোনো ধরনের অসুবিধা বা কষ্ট অনুভব হলে টেলিমেডিসন সেবা গ্রহণ করবেন এবং হাসপাতালে ভর্তি হবেন। যাদের অসংক্রামক ব্যাধি আছে, তারা অনেক বেশি সতর্ক থাকবেন। যেকোনো ধরনের জ্বর, কাশি হলে কোনোভাবেই অবহেলা করবেন না বা এটাকে সামান্য মনে করবেন না। অবশ্যই করোনা পরীক্ষা করাবেন।’

তিনি জানান, ৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৫৯টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত ‍মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৯৯ জন। শনাক্ত বিবেচনায় ‍মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী ৩ জন।

পিডি/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।