টিসিবিকে দুইশ’ কোটি টাকা সুদমুক্ত মূলধন দেয়ার সুপারিশ


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দুইশ’ কোটি টাকা সুদমুক্ত মূলধন দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চৌদ্দতম বৈঠকে এ সুপারিশ করা হয়।  

কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ছানোয়ার হোসেন এবং লায়লা আরজুমান বানু অংশ নেন।

কমিটি টিসিবিকে কর্পোরেট কর এবং নূন্যতম কর প্রদানের বাধ্যবাধকতা হতে অব্যাহতি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।