মান্দায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৮
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারিল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বারিল্যা গ্রামের ওমর আলীর সঙ্গে প্রায় ৯বিঘা জমি নিয়ে রমজান আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। এ অবস্থায় ওমর আলী বৃহস্পতিবার সকালে সার্ভেয়ার ও লোকজন নিয়ে বিবাদমান ওই জমির পরিমাপ শুরু করে। সংবাদ পেয়ে অপরপক্ষ রমজান আলী সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসেন।
বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নাজিম উদ্দিন (৪৬), জাহাঙ্গীর আলম (৩৫), শুকুর আলী (২৬), সাইফুল ইসলাম (৩৫), আবুল কালাম (৪৫), জাইদুর রহমান (৪১), আমির উদ্দিন (৫০), জাইদুল ইসলাম (৩১), কহিনুর বিবি (২৫), রজমান আলী (৫৫), বেলো বিবি (৪০), রিপা আক্তার (১৯), আবদুল কাইয়ুম (৪৮), ইউসুফ আলী (৩৫), ওমর আলী সরকার (৪৫) ও কাসেম সরকার (৫০) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ ঘটনায় দুই পক্ষই এখন পর্যন্ত মামলা করেননি। মামলা দায়ের করলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/এসএস