ড. মোহাম্মদ মনিরুজ্জামান ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৯ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ মনিরুজ্জামান ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে ফান্ডের দাতা মিসেস রাশিদা জামান ৩ লক্ষ ১৪ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে এ চেক হস্তান্তর করেন।

জানা যায়, পূর্বের ১ লক্ষ ৮৬ হাজার টাকার সঙ্গে আরও ৩ লক্ষ ১৪ হাজার টাকা মূলধন যুক্ত হয়ে ফান্ডটির মোট মূলধন ৫ লক্ষ টাকায় উন্নীত হলো। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ১ম, ২য় ও ৩য় বর্ষ বিএ (সম্মান) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল ৩ জন ছাত্র-ছাত্রীকে বিভাগীয় কমিটির সুপারিশে এককালীন ১০ হাজার টাকা করে ৩টি বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক এই ট্রাস্ট ফান্ডের আর্থিক অনুদান বৃদ্ধি করার জন্য দাতাকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

এই সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ছিলেন একজন প্রথিতযথা লেখক, গবেষক ও গীতিকার। সর্বোপরি একজন প্রগতিশীল বুদ্ধিজীবী ছিলেন তিনি।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।