কুমিল্লায় জামায়াত নেতা গ্রেফতার


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৯ অক্টোবর ২০১৫

গোপন বৈঠককালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি নজির আহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর রেইসকোর্স এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, নজির আহাম্মদসহ আরও ১০/১২ জন জামায়াত-শিবির কর্মী রেইসকোর্সের একটি বাসায় গোপন বৈঠক করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে নজির আহাম্মদকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে এর আগে থানায় দুইটি মামলা রয়েছে। দুপুরে গোপন বৈঠকের অভিযোগে কোতয়ালী মডেল থানায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

কামাল উদ্দিন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।