বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যানেলে বাংলাদেশের প্রতিনিধি ড. মাহমুদুর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৭ আগস্ট ২০২০

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (আইপিপিআর) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়ে তাকে আইপিপি আর প্যানেলে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধির কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-১ শাখার উপ-সচিব সুলতানা রাজিয়া স্বাক্ষরিত চিঠিতে এসব জানানো হয়েছে।

এমইউ/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।