করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৬ আগস্ট ২০২০

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ ৬ অাগস্ট পর্যন্ত দেশের আট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৩০৬ জন রোগীর ‍মৃত্যু হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মৃত্যু হয় ঢাকা বিভাগে। এ বিভাগে এক হাজার ৫৮৪ জনের (৪৭ দশমিক ৯১ শতাংশ) মৃত্যু হয়েছে। ৭৯১ (২৩দশমিক ৯৩শতাংশ) মৃত্যু নিয়ে বিভাগ হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। এছাড়া রাজশাহী বিভাগে ২০২ জন (৬ দশমিক ১১ শতাংশ), খুলনায় ২৪২ (৭ দশমিক ৩২ শতাংশ), বরিশালে ১৩০ (৩ দশমিক ৯৩ শতাংশ), সিলেটে ১৫৬ (৪ দশমিক ৭২ শতাংশ), রংপুরে ১৩০ (৩ দশমিক ৯৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জনের (২ দশমিক ১৫ শতাংশ) মৃত্যু হয়েছে।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৩, খুলনায় ৪, বরিশালে ২, সিলেটে ২, রংপুর ৩ এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এমইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।