ঢাকায় থাকতে শরীয়তপুরবাসীর মানববন্ধন


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৯ অক্টোবর ২০১৫

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলাকে প্রত্যাহারের দাবিতে `জাগো শরীয়তপুর` নামে একটি বেসরকারি সামাজিক সংগঠন মানববন্ধন করেছে। ঢাকা-শরীয়তপুর মহাসড়কের মনোহর বাজার থেকে পালং বাজার পর্যন্ত ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে ২০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করে।

Shariatpur-Pic
জাগো শরীয়তপুরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টারের নেতৃত্বে জেলার বিভিন্ন শ্রেণির পেশাজীবী, আইনজীবী, রাজনীতিবিদ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেয়।

`জাগো জাগো শরীয়তপুর, যাবো নাকো ফরিদপুর` এ শ্লোগানকে সামনে রেখে `জাগো শরীয়তপুর` এর আহ্বায়ক আবুল ফজল মাস্টার বলেন, ঐতিহাসিকভাবেই শরীয়তপুর জেলা বিক্রমপুরের একাংশ। সুদীর্ঘকাল ধরেই আমাদের শরীয়তপুর জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে। যার ফলে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক অবকাঠামো তথা আমাদের সামগ্রিক সভ্যতা ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে।

Shariatpur-Pic
যার পূর্ণতা পেতে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে। কিন্তু সম্প্রতি আমাদের শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ হতে বিচ্ছিন্ন করে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাস্তবিক অর্থে ফরিদপুর অপেক্ষা ঢাকা শরীয়তপুরের নিকটবর্তী। যেখানে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র ৬৯ কিলোমিটার, সেখানে শরীয়তপুর হতে ফরিদপুরের দূরত্ব ১০৩ কিলোমিটার। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা খুব স্বল্প সময়ে এবং সহজে ঢাকা যেতে পারছি।

Shariatpur-Pic
কিন্তু ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় শরীয়তপুর থেকে ফরিদপুর যেতে আমাদের অনেক সময় এবং কষ্টের সীমা থাকে না। শুধু তাই নয় শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য তথা অর্থনৈতিক অবকাঠামোগত দিক থেকে ফরিদপুরের সঙ্গে আমাদের সখ্যতা গড়ে ওঠেনি। তাই আমাদের শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে ঢাকার সঙ্গে সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা সম্পর্ক তথা শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, অর্থনৈতিক এবং সভ্যতা বজায় রাখতে ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চাই।

Shariatpur-Pic
শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণসহ সরকারি-বেসকারি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, আইনজীবী, রাজনীতিবিদ, শ্রমিকরা মানববন্ধনে অংশ নেয় এবং যতক্ষণ পর্যন্ত প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলাকে প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত  কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ছগির হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।