১০ দিন পর কর্মমুখর আখাউড়া স্থলবন্দর
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারো আমদানি-রফতানি শুরু হয়েছে ব্রহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয় দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এ বন্দরে।
এর ফলে বন্দরে শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। তবে বন্দর বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম রাখা হয়। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি