দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ছক আঁকছেন খালেদা


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশে জঙ্গি ও আইএস বলতে কিছু নেই। কিন্তু জঙ্গি ও আইএস’র কথা বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ছক আঁকছেন বলে মন্তব্য বলে করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সিদ্ধান্ত। তাই দল যাকে সমর্থন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। তবে স্বতন্ত্র প্রার্থীও আসতে পারে। কিন্তু এতে আমাদের কোন আপত্তি নেই।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. শাহ জালাল পাটওয়ারীর সভাপতিত্বে এ আলোচনা সভা সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।