লেবাননে বিস্ফোরণে কয়েকজন বাংলাদেশি আহত
অডিও শুনুন
লেবাননে জোড়া বিস্ফোরণে কোনো বাংলাদেশি নিহত হয়নি। তবে দেশটিতে অবস্থান করা কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন জানান, ‘বিস্ফোরণে সাধারণ কোনো বাংলাদেশি শ্রমিক নিহত বা আহত হননি। তবে কয়েকজন সামরিক বাহিনীর সদস্য কিছুটা আহত হয়েছেন। তাদে সংখ্যা ১০ জনের কম।
তিনি আরও জানান, এদের মধ্যে দুইজন অধিকতর আহত বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, বৈরুতে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে মোট ১১০ সদস্য ছিল। কিন্তু ঘটনাটি সন্ধ্যার আগ দিয়ে হওয়ায় ওই সময় অনেকেই জাহাজে ছিলেন না।
উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
একইসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে এসব আহত মানুষকে সেবা করার আহ্বান জানিয়েছে। অনেক হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় কোনো রোগী হতে পারছে না।
জেপি/এএইচ/পিআর