বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তির তালিকায় ড. ইউনূস
বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তির তালিকার নবম স্থানে রয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন পোপ ফ্রান্সিস। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) পরিচালিত `গ্লোবাল শেপারস অ্যানুয়াল সার্ভে ২০১৫` শীর্ষক এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
ডব্লিউইএফের জরিপে বলা হয়েছে, বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে এ জরিপ চালানো হয়েছে। এক হাজার ৮৪ জন মানুষ জরিপে অংশ নিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। এছাড়া নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ।
তালিকায় আরো রয়েছেন, তেলসা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ), প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬ষ্ঠ), ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮ম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট (১১তম)।
এসঅাইএস/এমএস