হোসনি দালানে বোমা হামলায় আহত জামালের মৃত্যু


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৯ অক্টোবর ২০১৫

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার ঘটনায় আহত জামাল উদ্দিন (৫০) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেলে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।  

এর আগে গত শুক্রবার দিবাগত গভীর রাতে হোসনি দালানে বোমা হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জামাল উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি তাজিয়া মিছিল বের হওয়ার সময় পরপর কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে সানজুম নামে এক কিশোর নিহত হয়। এসময় জামাল উদ্দিনসহ শতাধিক ব্যক্তি আহত হন। এদের মধ্যে ৬৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৭ জনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের রাজধানীর অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জেইউ/একে/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।