আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়
ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজও জিতলো আইসিসি`র সহযোগী সদস্য দেশ আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পায় আফগানিস্তান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই চিবাবার উইকেট হারায় স্বাগতিকরা। এরপর সিকান্দার রাজাও বেশীক্ষণ টিকতে পারেন নি। তবে শন উইলিয়ামসের ৫৪ ও মুতুম্বামি`র ৪৩ রানে বড় স্কোরের স্বপ্ন দেখতে থাকে জিম্বাবুয়ে। শেষ দিকে অধিনায়ক চিগিম্বুরার ৩৩ রানে, টি টোয়েন্টি`তে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।
জবাবে আফগানদের উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ শাহজাদ ও উসমান ঘানি। উদ্বোধনী জুটিতে ৯৫ রান যোগ করেন এই জুটি। ক্যারিয়ার সেরা ৬৫ রানে আউট হন ঘানি। এরপর গুলবাদিন নাইবের অপরাজিত ৫৬ রানে দ্বিতীয় ম্যাচের পাশাপাশি, প্রথমবারের মত কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে আফগানিস্তান।
এমআর/এমএস