ফুটপাতই শেষ ভরসা স্বল্প আয়ের লোকদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ৩১ জুলাই ২০২০

ঈদের আগের দিন বিকেল বেলা থেকেই স্বল্প আয়ের লোকজন রাজধানীর ফুটপাতগুলোতে ভিড় করছেন। তারা শিশু-কিশোরদের জন্য গেঞ্জি, শার্ট-প্যান্টসহ ঈদের বিভিন্ন পোশাক কিনছেন। তবে পাঞ্জাবি কিনতে খুব কমই দেখা গেছে। এবার ফুটপাতে সেভাবে পাঞ্জাবি বিক্রিও হচ্ছে না।

তবে শপিংমলগুলো ঘুরে কোনো আমেজ পাওয়া যায়নি। অন্যান্য ছুটির দিনের তুলনায় কম বেচাবিক্রি লক্ষ করা গেছে। ব্যবসায়ীরা আশা করছেন খুব শিগগিরই তারা স্বাভাবিক ব্যবসায় ফিরতে পারবেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকায় হালকা বৃষ্টির পর ঈদ বাজারে যেন আরও ছন্দপতন ঘটে। তবে বৃষ্টি শেষ হওয়ার পরপরই সাধারণ মানুষ ফুটপাতে ভিড় করেন। উদ্দেশ্য ছোট বাচ্চাদের জন্য ‘কিছু একটা’ কেনা।

market1

রাজধানীর বিভিন্ন ফুটপাত ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে অনেক মৌসুমী ব্যবসায়ীও কাপড়ের পসরা নিয়ে বসেছেন। একজনকে ছোটবড় বিভিন্ন সাইজের ১০০ টাকা করে শার্টও বিক্রি করতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ছোট বাচ্চাদের পোশাকের ভ্যানে। তারা সুতির কাপড় ছাড়াও গেঞ্জির কাপড় দিয়ে তৈরি কাপড় বিক্রি করছেন। কেউ কেউ লিনেনের পোশাকও বিক্রি করছেন। তুলনামূলক সস্তা এসব পোশাক কিনতে তাই স্বল্প আয়ের লোকদের ভিড় দেখা গেছে।

শাহজাহানপুরের ফুটপাতের বিক্রেতা আইনাল আলী বলেন, ‘এবার ঈদে তেমন বিক্রি হয়নি। তবে আজ একটু বিক্রি হচ্ছে।’

market1

উত্তর বাড্ডার প্রগতি সরণির অনেক জায়গায় ফুটপাতে চলছে রমরমা বেচাকেনা। বেচাবিক্রিতে ব্যস্ত সবাই। তাই কথা বলার ফুসরত কারও নেই।

পোশাককর্মী আলেয়া বেগম বলেন, ‘এবার ঈদে নিজের জন্য কিছুই কিনতে পারিনি। কিন্তু ঘরে দুটি ছোট বাচ্চা আছে। তাদের জন্য কিছু পাওয়া যায় কিনা এ জন্য এসেছি।’

এইচএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।