বেসরকারি বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এডিবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ৩১ জুলাই ২০২০

দেশের বেসরকারি বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন (এক হাজার ৭০০ কোটি টাকা) মার্কিন ডলার বিনিয়োগ করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (৩১ জুলাই) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের (আরবিএলপিএল) সঙ্গে এ চুক্তি সই করে এডিবি।

চুক্তি অনুযায়ী, এডিবি ঋণ দেবে ১০০ মিলিয়ন ডলার এবং এডিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (এলইএপি) দেবে বাকি ১০০ মিলিয়ন ডলার। এই চুক্তিতে সই করেছেন এডিবির সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া ও ওয়েস্ট এশিয়ার প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের ডিরেক্টর অব ইনফ্রাস্ট্রকচার ফাইন্যান্স শান্তনু চক্রবর্তী এবং আরবিএলপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন লাহোর।

এ বিষয়ে এডিবির শান্তনু রঞ্জন চক্রবর্তী বলেন, ‘এই প্রকল্প বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ ও চাহিদার ঘাটতি কমিয়ে আনতে সাহায্য করবে। যা দেশের শিল্প ও অর্থনীতির প্রবৃদ্ধিকে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।’

আরবিএলপিএলের রঞ্জন লাহোর বলে, ‘এই প্রকল্পের মাধ্যমে আরবিএলপিএল দেশের অর্থনীতির প্রবৃদ্ধিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।’

প্রকল্পটির মাধ্যমে ৭১৮ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ ও পরিচালনা করা হবে। এতে আরও অর্থায়ন করছে জাপানের জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন। পাশাপাশি আরও চারটি ব্যাংক এতে বিনিয়োগ করছে।

পিডি/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।