বাণী-বচন : ২৯ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:০৬ এএম, ২৯ অক্টোবর ২০১৫

আত্মবিশ্বাস
আত্মবিশ্বাসই বীরত্বের মূলমন্ত্র। – ইমারসন

নিজেকে কখনো অপরের চেয়ে ছোট মনে করো না। - জন কিপলিং

আত্মবিশ্বাসের অভাব থাকলে কোন কাজেই কৃতিত্ব দেখানো যায় না। – থিওডোর মুর

প্রত্যেক মানবের কার্যই তাহার বিশ্বাসের অনুরূপ হইবে। - ইসমাইল হোসেন সিরাজী

নিজের ক্ষমতার প্রতি যার বিশ্বাস আছে, সে কখনো পরাভূত হয় না। - টমাস হবি

বচন
বাহির বাড়ি লণ্ঠন
ভিতর বাড়ি ঠনঠন।
অর্থ: যারা ধনের বড়াই করে তাদের প্রকৃত রূপ প্রকাশকারীদের স্বরূপ প্রকাশে-এ কথা বলা হয়ে থাকে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।