হাজার প্রদীপ জ্বেলে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
বান্দরবানে রংবেরং ফানুস আর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রবারণা উৎসব। বুধবার সাড়ে ৮টার দিকে পুরাতন রাজাবাড়ি মাঠে রথযাত্রা শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
সন্ধ্যায় বান্দরবানের বিভিন্ন মন্দিরে দিনটি উপলক্ষে হাজার হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানো হয়। এর আগে রাজগুরু বৌদ্ধবিহারসহ সব মন্দিরে সমবেত প্রার্থনায় মিলিত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার ফের রথ টানা শেষে মধ্যরাতে সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করে অনুষ্ঠানের ইতি টানা হবে।
প্রসঙ্গত, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন।
মারমা ও বাঙালি বড়ুয়া সম্প্রদায়ের মানুষ ব্যাপক ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
সৈকত দাশ/বিএ