জাবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ, কাল ৩ ইউনিটের পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় বলে জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক কে এম আককাছ আলী।
তিনি জানান, বুধবার দুটি ভিন্ন শিফটে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। মোট আবেদনকারীর ৬৬ শতাংশ উপস্থিতি ছিল পরীক্ষায়। ছেলেদের ২৭টি আসনের জন্য ২৭১ জন এবং মেয়েদের ২৩টি আসনের জন্য উত্তীর্ণ ২৩০ জনের ফল প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে।
তিনি আরো জানান, সাধারণত অনুষদের মোট আসন সংখ্যার বিপরীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৩৫ শতাংশ (২৬) নম্বর পেয়ে মোট উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩৩৯ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ছেলে চার হাজার ২০ জন ও মেয়ে এক হাজার ৩১৯ জন।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admissionresults) এ পাওয়া যাবে। এদিকে বৃহস্পতিবার ‘ই’ (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘জি’ (আইবিএ-জেউ) ও ‘এফ’ (আইন অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৫০ পর্যন্ত তিনটি ভিন্ন শিফটে ‘ই’ ইউনিট, দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত একমাত্র শিফটে ‘জি’ ইউনিট এবং ২টা ৫৫ থেকে ৫টা ২০ পর্যন্ত দুটি ভিন্ন শিফটে ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ‘ই’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৭২টি, ‘জি’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৬ হাজার ৪৪৮ এবং ‘এফ’ ইউনিটে ৫৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ১৬৭টি আবেদন জমা পড়েছে। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।
হাফিজুর রহমান/বিএ