রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনেই সশস্ত্র বাহিনী কমান্ডারের সাক্ষাৎ


প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

রয়্যাল ব্রুনেই সশস্ত্র বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহা. তাওবিহ বিন আবদুল্লাহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রয়্যাল ব্রুনেই সশস্ত্র বাহিনীর কমান্ডার সাক্ষাতকালে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, ব্রুনেই ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, কমিশনপ্রাপ্ত ও নন-কমিশন অফিসারদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে। ব্রুনাই এ সুযোগ কাজে লাগাতে পারে।

আবদুল হামিদ বলেন, রয়্যাল ব্রুনেই সশস্ত্র বাহিনীর কমান্ডারের এ সফর দুটি দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করবে।

মেজর জেনারেল মোহা. তাওবিহ বিন আবদুল্লাহ বাংলাদেশে তার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্রুনেই সেনা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।