ছায়ানটকে দুটি স্কুলবাস উপহার ভারতীয় হাইকমিশনের

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ২৯ জুলাই ২০২০

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি স্কুলবাস উপহার দিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশন। এ দুটি বাস স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতের সুবিধা নিশ্চিতে সাহায্য করবে।

বুধবার এক অনলাইন অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বাস দুটি হস্তান্তর করেন।

ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা এবং নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা বিশ্বাস অনুষ্ঠানে অংশ নেন।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মধ্য দিয়ে ছায়ানট গত কয়েক দশক ধরে বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুশীলন, উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে ছায়ানট বাংলাদেশি সমাজ এবং এর মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ছায়ানটের সাথে এই বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং তাদের সহযোগিতায় আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি।

এই উপহারের জন্য ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে নালন্দা উচ্চ বিদ্যালয় এবং ছায়ানটের পক্ষ থেকে বলা হয়, বাস দুটি তাদের কার্যক্রম পরিচালনায় অনেকখানি সহায়ক হবে।

জেপি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।