বিদ্যা ভাণ্ডারি নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

নেপালের  প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্যা ভাণ্ডারি। এর ফলে দেশটিতে তিনি প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বিদ্যা ভাণ্ডারি বর্তমান প্রেসিডেন্ট রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন।

২০০৮ সালে গণপ্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরুর পর তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট। ওই বছর রাম বরণ যাদব দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। বিদ্যা ভাণ্ডারি নেপালের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও এর আগে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর নেপালে নতুন সংবিধান কার্যকর হয। এ অনুযায়ী দেশটি হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। নতুন সংবিধান কার্যকরের প্রেক্ষিতেই দেশটিতে বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট ইউএমএল) ভাইস চেয়ারপারসন বিদ্যা ভাণ্ডারি।  তিনি দেশটির প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভাণ্ডারির স্ত্রী। ১৯৯১ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মদন। তবে দুর্ঘটনার কারণ এখনো অজ্ঞাত রয়ে গেছে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।