দেশের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ
পুলিশের বাধা ও গ্রেফতারের মাধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতের জনসভায় হামলা ও দলটির ৬ নেতা-কর্মী মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে দলটি।
দলটির অভিযোগ, ঢাকা মহানগরীর মিরপুরের শেওড়াপাড়া থেকে মিছিল করে চলে যাওয়ার সময় পুলিশ জামায়াতের সহকারী সেক্রেটারি মোবারক হোসাইনকে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ীর মিছিল থেকে দুইজন ও মীরপুরের পীরেরবাগ থেকে ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া বগুড়া সদর উপজেলা থেকে স্থানীয় জামায়াত নেতা আবদুল হাসিব বেগকে এবং মোকামতলা থেকে ফেরদৌস আলম ও তোফাজ্জল হোসেন, রংপুর শহরে ২ জন, রংপুর জেলায় ৯ জন, নীলফামারীতে ২ জন, মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাদেক আহমাদসহ এক জন কর্মী, সুনামগঞ্জে একজন, মাদারীপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি জনাব খলিলুর রহমানকে ও ফেনীতে এক জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
মোবারক হোসাইনসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো তাহের বুধবার এক বিবৃতিতে বলেন,“জামায়াতের ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বাধা প্রদানের মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।”
এএম/এসকেডি/আরআইপি