রেলওয়ের জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ
নিজস্ব অর্থায়নে ঢাকায় সুবিধাজনক জায়গায় এবং চট্টগ্রামে সিটি কলেজ সংলগ্ন রেলওয়ের জায়গায় বহুতল আইকন বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে বুধবার কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খুলনা ও দর্শনা রেলস্টেশন এবং খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত প্রস্তাবিত রেলওয়ে ট্র্যাক পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মো. সিরাজুল ইসলাম মোলা, মোহাম্মদ নোমান ও ফাতেমা জোহরা রানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিসিকসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত যন্ত্রাংশের ওটিএম ও এলটিএম এর মূল্যের তুলনামূলক প্রতিবেদনের উপর এবং চট্টগ্রাম-চুয়েট রেল প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় জানানো হয়, উন্নত দেশের ন্যায় বাংলাদেশ রেলওয়েতে ক্লিনিক ব্যবস্থা উন্নত করার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
একইসঙ্গে রেলওয়ের ট্রেনে টয়লেট ওয়েস্ট ম্যানেজমেন্ট উন্নত করার বিষয়ে বাংলাদেশ রেলওয়েতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের আলোকে বিভিন্ন দেশের বিরাজমান আধুনিক পদ্ধতির আদলে বাংলাদেশের ট্রেনসমূহে উপযুক্ত পদ্ধতি সংযোজনের সুপারিশ করা হবে।
এইচএস/একে/আরআইপি