পেট্রলবোমাসহ ২২ জামায়াত কর্মী আটক


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেলসহ জামায়াত ও শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আদাবর, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী, কাফরুল, শাহ্‌-আলী ও মিরপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি পেট্রলবোমা, ২৪ ককটেল,  ও ২১৩টি নিষিদ্ধ পোস্টার উদ্ধার করা হয়।

পৃথক অভিযানগুলোর পরিচালনা করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. কাইয়ুমুজ্জামান।

ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের সবাই নিজেদের বাংলাদেশ জামাত-শিবিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করে।  
 
এআর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।