কামরুজ্জামান আমারে বদর বানাইছে


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

আমি মুক্তিযুদ্ধে যাবার চাইছিলাম। কিন্তু কামরুজ্জামান আমার জীবনডারে ধ্বংস কইরা দিছে। ওই আমারে ধইরা নিয়া আলবদর ক্যাম্পের পাহারাদার বানাইছে। আমি ওর শেষ দেকপার চাই। কামরুজ্জামানের ফাঁসি দেইক্কা মরবার চাই। -আপিলে কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকার সংবাদে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন আলবদর কমান্ডার কামারুজ্জামানের এক সময়ের সহচর আত্মস্বীকৃত আলবদর মোহন মিয়া ওরফে মহন মুন্সী।

মহন মুন্সী ছিলেন শহরের নয়ানী বাজার আলবদর টর্চার ক্যাম্পের পাহারাদার। তিনি বলেন, সুরেনসার বাসায় কতো মাইনসেরে যে ধইরা নিয়া নির্যাতন করা হইছে আমি তার সাক্ষী। আমার চক্কের সামনে সব ঘটছে। কামরুজ্জামানের নির্দেশে ধইরা আইন্না নির্যাতনের পর অনেককে হত্যা করা হয়েছে। সময় সময় কামরুজ্জামান আইসা অর্ডার দিতো, কখনো খারাই থাইক্কা মারাইতো। আর দোতায়ায় চলতো মওজ-স্ফুর্তি।

শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আলবদর মহন মুন্সী কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। নানা অসুখ-বিসুখে আকান্ত মহন মুন্সী আক্ষেপ করে বলেন, কামরুজ্জামান আমার জীবনডারে শেষ করা দিছে। মাইনষে দেখলে আমারে ‘বদর’ কইয়া, ‘রেজাকার’ কইয়া গাইল (গালি) দেয়। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মুজাহদ ট্রেনিং দিয়েছিলাম, কিন্তু ওই আমারে জোর কইরা ধইরা বদর বানাইছে। বদর ক্যাম্পের পাহারাদার করছে। জীবনের ভয়ে তখন কিছুই কবার পাই নাই। যহন সুযোগ অইছে, তখন ওর বিচার দাবী করছি।

মহন মুন্সী আরও বলেন, সাক্ষী দেওয়ার পর কামরুজ্জামানের লোকজন আমারে নানা ভয়ভীতি দেখায়া চলছে। আমারে পাইলে ওরা শেষ কইরা দিবো, এমন হুমকিও দেয়। নানা জনের কাছে নানা কথা কয়। কিন্তু আল্লায় আছে। যা সত্য তাই কইছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।