বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী সংলাপ সমাপ্ত


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য আয়োজিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী সংলাপ সমাপ্ত হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসে ‘ফোর্থ বাংলাদেশ-ইউএস মিলিটারি ডায়ালগ-২০১৫’ শিরোনামের সংলাপটি শেষ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সরবরাহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সহায়তা, জাতিসংঘ শান্তিরক্ষা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরী। যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউএস প্যাসিফিক কমান্ডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং পলিসি বিভাগের উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক জিলেট।

সংলাপে যুক্তরাষ্ট্রের ২৪ জন এবং বাংলাদেশের পক্ষে ১৭ জন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে এই সংলাপ শুরু হয়।

এআর/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।