মিসরে সড়ক দুর্ঘটনায় ১০ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

মিসরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম আহরাম অনলাইন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ১৪ জন ছাত্র নিয়ে একটি গাড়ি সোহাগ অঞ্চলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গাড়িটি একটি শুকনো খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয় জন নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়।

অপরদিকে, বুধবার রাজধানী কায়রো থেকে ৮০ কিলোমিটার দূরের মরুভূমির রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ১৭ জন। মধ্য আগস্ট থেকে দেশটিতে ১১০ জনের বেশি নিহত ও ১২০ জনের বেশি আহত হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, মিসরে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১২ হাজার লোক নিহত হয়। মনিটরিং সিস্টেমের দুর্বলতা, অনুন্নত রাস্তাঘাট এবং ট্রাফিক আইন উপেক্ষা করায় এত বেশি মানুষ হতাহত হয় বলে উল্লেখ করা হয়েছে। - সিনহুয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।