বাংলাদেশের হামলাগুলোতে আইএস জড়িত : ফের জানালো সাইট


প্রকাশিত: ১১:১৪ এএম, ২৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা এবং শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিতে সাম্প্রতিক হামলার ঘটনায় আইএস জড়িত বলে আবারো দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক এ ওয়েবসাইটটি, ‘বাংলাদেশের সরকার এসব ঘটনায় আইএস-এর হামলার দাবিকে গ্রহণ করতে অনিচ্ছুক’ এই শিরোনামে বুধবার এক ‘জরুরি সংবাদ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার, এরপর রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও এবং সর্বশেষ শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেট বা আইসিস দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকার এসব হামলার ঘটনায় আইএস সম্পৃক্ততার বিষয়টি তীব্রভাবে নাকচ করে দিয়েছে।

Site
এসব হামলায় আইএস এর সম্পৃক্ততার দাবি নাকচের মাধ্যমে তাদের আড়ালে রাখার বিভ্রান্তিকর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সাইটটি। সেইসাথে সরকার এই সাইট এবং এর পরিচালক রিটা ক্যাটজ-এর বিরুদ্ধে নেতিবাচক প্রচারের মাধ্যমে মানহানির চেষ্টা চালিয়েছে।

উল্লেখ্য, এই ওয়েবসাইটেই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় আইএস এর হামলার বিষয়ে প্রথম খবর প্রচার করা হয়েছিল।

ওয়েব সাইটটি জানিয়েছে, তাদের দাবি অকাট্য এবং যাচাই-বাছাই সংক্রান্ত নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমেই এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে।

এই সাইটটি শুরু থেকেই তাবেলা হত্যার ঘটনায় আইএস এর জড়িত থাকার বিষয়ে দাবি করলেও, সরকারের পক্ষ থেকে এ ঘটনায় বিরোধী দল বিএনপির একজন স্থানীয় নেতা অভিযুক্ত বলে জানানো হয়েছে।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।