ঢাবিতে ভর্তি জালিয়াতি চক্রের দুই সদস্য আটক


প্রকাশিত: ১০:১২ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় জগন্নাথ হল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটক জালিয়াত চক্রের দুই সদস্য হচ্ছেন- বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ও ভাষা বিজ্ঞান বিভাগের ছাত্র জয়দেব নাথ দত্ত এবং তার বহিরাগত বন্ধু পার্থ প্রদীপ। আটকরা বর্তমানে শাহবাগ থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে বলে জানা গেছে।

আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী। তিনি বলেন, আগামী শুক্রবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আবারো জালিয়াতি চক্র তৎপর হয়েছে। তারই ধারাবাহিকতায় এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প্রশ্নপত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লাখ ৭০ হাজার টাকা লেনদেনের অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে শাহবাগ থানায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে  মামলা করা হবে।

এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।