৩০ হাজার যুবককে প্রশিক্ষণ


প্রকাশিত: ১০:০২ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় তৃতীয় দফায় দেশের ২০টি উপজেলার ৩০ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়ে অস্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।

কর্মসূচির আওতায় প্রতিটি উচ্চ মাধ্যমিক পাস যুবক-যুবতী ১০০ দিনের প্রশিক্ষণ পাবেন। এসময় তারা প্রতি মাসে ১০০ টাকা করে ভাতা পাবেন। এরপর তাদের ২ বছরের জন্য অস্থায়ী চাকরিতে নিয়োগ দেয়া হবে।

সম্প্রতি শিক্ষিত অসচ্ছল বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

২০১০ সালে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার ১৯টি উপজেলায় এ কর্মসূচি শুরু করা হয়। দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের দুই উপজেলাসহ ৮ উপজেলায় এ কর্মসূচি চলে। তৃতীয় পর্যায়ে আরও ১৭ জেলার ১৭টি উপজেলাকে এ কর্মসূচির আওতায় আনা হয়।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।