রাজধানীর রাস্তায় কোনো নিয়ন্ত্রণ নেই


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৮ অক্টোবর ২০১৫

যানজট, অনিয়ম আর অধিক যাত্রীর কারণে রাজধানীর রাস্তায় কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঢাকার রাস্তায় নিয়ম ভঙ্গের প্রতিযোগিতা চলছে। ভিআইপিরা প্রতিনিয়ত নিয়ম ভঙ্গ করছে, যা দেখে সাধারণরাও উৎসাহিত হচ্ছে। মানসিকতার পরিবর্তন না করে শুধু অবকাঠামোর পরিবর্তন করলে এ সমস্যার সমাধান মিলবে না বলেও উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রশ্নে বাংলাদেশ বিশ্বের যে কোনো উন্নয়নশীল দেশকে চ্যালেঞ্জ করতে পারে।

তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সামাজিক উন্নয়নের চেয়ে বাংলাদেশের সামাজিক উন্নয়ন এখন এগিয়ে। অনেকেই দেশের উন্নয়ন নিয়ে ঈর্ষা করছে। কিন্তু রাজধানীতে এসে সকল উন্নয়নের গতি যেন থেমে যাচ্ছে। দিল্লির সঙ্গে তুলনা করলে ঢাকা এখন অনেক পিছিয়ে। এর প্রধান কারণ পরিবহন সমস্যা।  

জাপানের রাজধানী টোকিও’র উদাহরণ টেনে মন্ত্রী বলেন, সেখানকার রাস্তা আর ঢাকার রাস্তার প্রস্থ সমান, এমনকি অনেক ক্ষেত্রে এখানকার রাস্তার প্রস্থই বেশি। অথচ নিয়ম মানার কারণে টোকিও’র রাস্তায় কোনো যানজট নেই। একটি দেশের উন্নয়নের হৃৎপিণ্ড রাজধানী। আর আমাদের সেই হৃৎপিণ্ড থমকে আছে।

জাইকা’র সহায়তায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি) সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ-বিদেশের পরিবহন বিশেষজ্ঞ, স্টকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে।

সংশোধিত আরএসটিপি-তে মেট্ররেলের পাঁচটি রুট, দুইটি বিআরটি বা বাস র‌্যাপিড ট্রানজিট, ঢাকা মহানগরকে ঘিরে বৃত্তাকার তিনটি রিং রোড এবং ছয়টি এক্সপ্রেওয়ের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া স্বল্প মেয়াদে মেগা প্রকল্পসমূহ ২০২০ সালের মধ্যে, মধ্য মেয়াদ ২০২৫ সালের মধ্যে এবং দীর্ঘমেয়াদ ২০৩৫ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়টিও উল্লেখ করেন তিনি।

মেট্ররেল-১ প্রসঙ্গে তিনি বলেন, এটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল-প্রগতি সরণি-রামপুরা হয়ে কমলাপুর স্টেশনে এসে শেষ হবে।

কর্মশালার উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথোরিটি (ডিটিসিএ) এবং জাইকা’র যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ সিদ্দিকী, জাইকা’র বাংলাদেশ প্রধান প্রতিনিধি মিকিও হাতাইদা, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথোরিটির নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসাইন প্রমুখ।

এএসএস/এসএইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।