মিসর দূতাবাসের ভিসা সেকশন খুলছে ৯ আগস্ট

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২০

আগামী ৯ আগস্ট থেকে খুলছে ঢাকায় মিসর দূতাবাসের ভিসা সেকশন। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির দূতাবাস। তবে ভিসা সেকশনের সেবা পেতে আবেদকারীকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

মিসরের ভিসা প্রার্থীদের ফেসবুক কিংবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে অনুরোধ করেছে মিসর দূতাবাস। এর সঙ্গে মিসর ভ্রমণের উদ্দেশ্যসহ প্রয়োজনীয় কাগজপত্রের কপি পাঠাতে হবে।

শিক্ষার্থী, বাণিজ্য কিংবা অন্য যেকোনো জরুরি ভিসা আবেদন প্রাধান্য পাবে বলে জানিয়েছে মিসর দূতাবাস। তবে সত্যায়ন-সংক্রান্ত বিষয়ের জন্য পূর্ব অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

রোববার থেকে বুধবার পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা সেকশন খোলা থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মার্চ থেকে ভিসা সেকশন বন্ধ রাখে ঢাকার মিসর দূতাবাস।

জেপি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।