বিএসইসি ভবনে আগুন : শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

রাজধানীর কারওয়ান বাজারে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। সোমবার ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিনকে কমিটির আহবায়ক করা হয়েছে। বিএসইসি`র পরিচালক পর্যায়ের একজন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পর্যায়ের একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একজন করে প্রতিনিধি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম শামীম সারা খান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ উদঘাটন ও প্রযোজ্য ক্ষেত্রে দায়-দায়িত্ব নিরূপণ করবে। এছাড়া ভবিষ্যতে এরূপ ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশও করবে।

উল্লেখ্য, গত শুক্রবার  কারওয়ান বাজারে বিএসইসি ভবনের ১১ তলায় দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।