বিএসইসি ভবনে আগুন : শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
রাজধানীর কারওয়ান বাজারে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। সোমবার ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিনকে কমিটির আহবায়ক করা হয়েছে। বিএসইসি`র পরিচালক পর্যায়ের একজন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পর্যায়ের একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একজন করে প্রতিনিধি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম শামীম সারা খান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ উদঘাটন ও প্রযোজ্য ক্ষেত্রে দায়-দায়িত্ব নিরূপণ করবে। এছাড়া ভবিষ্যতে এরূপ ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশও করবে।
উল্লেখ্য, গত শুক্রবার কারওয়ান বাজারে বিএসইসি ভবনের ১১ তলায় দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে।