ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা
অডিও শুনুন
প্রায় সারা দেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় পরিমাণ কিছুটা কমেছে। ঢাকাতেও গত দু’দিনে বৃষ্টি হয়েছে, তবে তা এক মিলিমিটারের বেশি না। আজকে দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ে ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তারা বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে, দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পিডি/এফআর/এমএস