মীনা বাজারকে তিন লাখ টাকা জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ এএম, ২৪ জুলাই ২০২০

গুণাগুণ নষ্ট করে এমন তাপমাত্রায় দুগ্ধজাত খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে চেইন সুপারশপ মীনা বাজারকে তিন লাখ টাকা জ‌রিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্প‌তিবার রাজধানীর মগবাজারে অবস্থিত মীনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জ‌রিমানা করে বিএফএসএ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ।

jagonews24

‌বিএফএসএ সূত্র জানায়, মগবাজারের মীনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রচুর পরিমাণে পাস্তুরিত দুধ, দই এবং পনির নির্ধারিত তাপমাত্রার তুলনায় অধিক তাপমাত্রায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় যা খাদ্যের গুণাগুণ নষ্ট করে।

নির্ধারিত তাপমাত্রার চেয়ে অধিক তাপমাত্রায় দুগ্ধজাত খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জ‌রিমানা করা হয়।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।