কোয়ারেন্টাইন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ পিএম, ২৩ জুলাই ২০২০

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল মো. আমানুল হকের কাছে নিজের পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি।

ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কয়েকদিনের মধ্যে তার পরিচয়পত্র দাখিল করবেন বলে জানানো হয়।

চিফ অব প্রটোকল মো. আমানুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের পক্ষ থেকে নতুন রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং প্রটোকল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লি কোভিড-১৯ দ্বারা সৃষ্ট ভয়াবহ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাংলাদেশের জন্য কোরিয়ার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

জেপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।