আজকের জোকস : ২৮ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৮ অক্টোবর ২০১৫

একদিন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? ছাত্র মাথা চুলকে বলল, স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!

*****
ছেলে : বাবা পাঁচ টাকা দেন।
বাবা : আমি কানে কম শুনি জোরে বল।
ছেলে : তাইলে দশ টাকা দেন।
বাবা : এইটা কি বললি? আগেরটাইতো ভালো ছিলো।

*****

মা ছেলেকে দুধ খেতে বলতেছে কিন্তু ছেলে দুধ খাচ্ছে না
মা :  বাবা দুধটা খেয়ে নে তোর অনেক বুদ্ধি হবে তুই আইনস্টাইন হতে পারবি।
ছেলে :  মা মা সত্যি কি গরুর দুধ খেলে আইনস্টাইন হওয়া যায় ?
মা :  হ্যাঁ বাবা।
ছেলে :  তাহলে মা গরুর বাছুরগুলো আইনস্টাইন না হয়ে বড় হয়ে গরু হয় কেন?

*****
এক চোর চুরি করতে গেছে শহরের এক বাড়িতে। চোর ভেতরে ঢুকে দেখেে একটি বাটনের উপর লেখা আছে এই বাটনে চাপ দিলে দরজা খুলে যাবে। চোর মহানন্দে বাটনে চাপ দিলো। সঙ্গে সঙ্গে বেল বেজে উঠল। চোর ধরা খেল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় চোর বলল কি দিনকাল পড়ল। মানুষের মনুষ্যত্ব কি দিন দিন হারিয়ে যাচ্ছে?

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।