২৫ জুলাই থেকে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ পিএম, ২২ জুলাই ২০২০

দীর্ঘ চার মাস পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান জানায়, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। বিমান কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এর আগে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর, ১১ জুন থেকে যশোর, ১৩ জুলাই বরিশাল ও ২১ জুলাই থেকে রাজশাহী রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়।

তবে ১ জুন ফ্লাইট পরিচালনার পর যাত্রী সংকটের কারণে একের পর এক ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহখানেক পর ফ্লাইট স্থগিত করে তারা।

এআর/এমএফ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।