শাহজালালে ৯ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২২ জুলাই ২০২০

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দ সিগারেটের মূল্য ৯ লাখ টাকা।

বুধবার বিকেল ৫টার দিকে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ওই সিগারেটের কার্টনগুলো জব্দ করে।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউজের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন।

কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বিকেল ৫টায় বেল্ট নং-৫ এ পরিত্যক্ত অবস্থায় ৩টি কাগজের কার্টনে ৩০০ কার্টন ইজি গোল্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

জেইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।