গার্মেন্টস শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২২ জুলাই ২০২০
ফাইল ছবি

করোনার মধ্যে দেশের বহু গার্মেন্টস মালিক অভিনব কায়দায় শ্রমিক ছাঁটাই করছে বলে অভিযোগ করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার (২২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ‘ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের শত শত শ্রমিককে জোরপূর্বক তিন মাসের ছুটির কাগজে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধ না করে চতুরতার সঙ্গে তাদেরকে ছুটির মাধ্যমে ছাঁটাই করা হয়েছে।’

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ‘আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে ১-১৭ বছরের পুরোনো শ্রমিকদের পুনরায় জয়েনিং লেটার দেয়া হচ্ছে। অনেকের বেতন কমানো হচ্ছে। শ্রমিকরা যাতে তাদের দীর্ঘ চাকরি জীবনের আইনগত সুযোগ-সুবিধা পেতে না পারেন সেজন্য এ অভিনব প্রতারণার আশ্রয় নেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার, বিজিএমইএ ও গার্মেন্টস মালিকদের আহ্বান জানাই, অসহায় শ্রমিকদের সঙ্গে প্রতারণা বন্ধ করুন। এই নিরীহ শ্রমিকদের ঘামের টাকায় আপনারা সম্পদের পাহাড় গড়েছেন। বিপদের সময় তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো যেভাবে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে তা অমানবিক।’

বাহারানে সুলতান বাহার বলেন, অবিলম্বে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।