বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : মায়া


প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সারা বিশ্বে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি উল্লেখ করে তিনি বলেন, ধর্ম যার যার- উৎসব সবার।

তিনি বলেন, বর্তমান সরকার সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বাংলাদেশের ৩০ লাখ বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারকে এশিয়ার মধ্যে একটি অন্যতম বৌদ্ধবিহার হিসেবে প্রতিষ্ঠার জন্য সরকারের কাছ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার শুভ প্রবারণা পূর্ণিমা ২০১৫ ও সার্বজনীন ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচিত্র ধর্মকথিক শ্রীমৎ ধর্মমিত্র মহাথের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারমান জয়নাল আবেদীন ভুইয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অলোক বড়ুয়া সন্তু, সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, বাংলাদেশ ইয়ুথ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি কাজল বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া প্রমুখ। পরে মন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।