গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আজ


প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান সরকারের ছেলে আশেকুর রহমান সাম্যের (১৬) হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি ও গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেনকে প্রত্যাহারের দাবিতে আজ (বুধবার) গোবিন্দগঞ্জ পৌর শহরে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সাম্য হত্যাকারীদের গ্রেফতার দাবিতে গঠিত সাম্যমঞ্চ ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে হরতালের সিদ্ধান্ত নেয়া হয়। সাম্যমঞ্চের আহ্বায়ক সাবেক এমপি আলহাজ লুৎফর রহমান চৌধুরী বুধবার সকাল-সন্ধ্যা হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরের সকল দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রংপুর-ঢাকা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল করবে।

এদিকে, হরতালের সমর্থনে সাম্যমঞ্চ ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাম্যমঞ্চের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন আকন্দ, রফিকুল ইসলাম রফিক।

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর দুপুরে সাম্য হঠাৎ করে নিখোঁজ হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। শুক্রবার ভোরে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারের পিছনের সেপটিক ট্যাংকের ভিতর থেকে হাত-পা বাঁধা তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সাম্যের বাবা আতাউর রহমান বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় ১১ জনকে আসিমি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অমিত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।