মিরপুরে মূল সড়ক-অলিগলি জলাবদ্ধ, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২১ জুলাই ২০২০

কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুর এলাকার মূল সড়ক, অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন কাজে বের হওয়া মানুষজন। অনেক স্থানে রাস্তা ও ফুটপাত তলিয়ে গেছে। খানাখন্দযুক্ত রাস্তা ডুবে যাওয়ায় যানজটও সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

nirpur2.jpg

মিরপুরের প্রধান সড়কগুলোতে দেখা গেছে, কয়েকদিন বৃষ্টির ফলে জলাবদ্ধ হয়ে পড়েছে সড়কগুলো। পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। অনেক সময় রিকশা-ভ্যান-সিএনজি রাস্তার মাঝখানে গর্তে পড়ে উল্টে যাচ্ছে। তার ওপর মেট্রোরেলের নির্মাণকাজে সড়কে খানাখন্দ, ভাঙা রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

মিরপুরের কালশী এলাকায় বসবাসকারী চাকরিজীবী মো. জলিল বলেন, মেট্রোরেলের নির্মাণকাজের কারণে মিরপুর এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে। তার ওপর বৃষ্টি এলেই বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয়।

nirpur2.jpg

শেওড়াপাড়ার বাসিন্দা ইয়াসমিন বিথী বলেন, বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মিরপুরের বাসিন্দাদের জন্য এর প্রভাব একটু বেশি পড়ে। বৃষ্টি শেষ হওয়ার পরও দীর্ঘসময় পানি আটকে থাকে। তীব্র যানজট সৃষ্টি হওয়ায় চলাফেরায় চরম ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, প্রতি বছর মিরপুরে এমন জলাবদ্ধতা হয় কিন্তু সংশ্লিষ্টরা কেউ স্থায়ী সমাধান করেন না।

nirpur2.jpg

উল্লেখ্য, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধ রাস্তা, ঝরছে বৃষ্টি, সেই সঙ্গে নেই পর্যাপ্ত গণপরিবহন। সবমিলিয়ে কাজে বের হয়ে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এমএইচএম/বিএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।