অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান


প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্মৃতিফলক এর উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।   

স্মৃতিফলক চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা পিকুল, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন বাবলু প্রমুখ।

এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিদুল ইসলাম অর্ধশতাধিক কর্মী নিয়ে সংসদ সদস্য আব্দুর রহমান এর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

২০১২-১৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে।

এস.এম. তরুন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।