পোড়া তেল-কেমিক্যালে সেমাই তৈরি : দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২১ জুলাই ২০২০

অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রঙ এবং ডালডা ব্যবহার করে সেমাই, চানাচুর, বিস্কুট, নিমকি তৈরি করায় সাভারে দুই কারখানাকে চার লাখ টাকা জরিমানা এবং কাঁচামাল ধ্বংস করেছে র্যাব-৪-এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায় র‍্যাব। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। তাকে সহযোগিতা করেন র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।

jagonews24

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় অনিক ফুড প্রোডাক্টের মালিক ইমরান হোসেনকে (৫৫) অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রঙ এবং ডালডা ব্যবহার করে সেমাই তৈরির দায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে সাভার মডেল থানাধীন মগমা পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রঙ ব্যবহার করে চানাচুর, বিস্কুট, নিমকি তৈরির দায়ে রেবা রাণী সাহা ফুড প্রোডাক্টের তত্ত্বাবধায়ক দুলাল সাহাকে (৩৮) এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উভয় কারখানার অস্বাস্থ্যকর কাঁচামাল ধ্বংস করা হয়।

জেইউ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।