কামারুজ্জামানের রায় : যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় আইনি প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সোমবার কামারুজ্জামানের চূড়ান্ত রায়ের পর রাজধানীর গুলশানে মন্ত্রীর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এই প্রত্যাশার কথা জানান।
আসামিপক্ষের রিভিউ আবেদন প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইন অনুসারে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করতে পারলেও রিভিউ আমলে নেওয়া কিংবা না নেওয়া আদালতের ব্যাপার। তবে কাদের মোল্লার রায়ের রিভিউের আবেদন খারিজ করার দৃষ্টান্ত রয়েছে আদালতের।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামান তার বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের সাতদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষার আবেদন করতে পারবেন। রাষ্ট্রপতি তার সময় মত এ আবেদন বিবেচনা করতেও পারেন, আবার নাও পারেন। তবে সাতদিনের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আবেদন না করলে জেল কোডের বিধি অনুসারে রায়ের ২১-২৮ দিনের মধ্যে এ রায় কার্যকর করতে পারবে জেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সোমবার রায় দেন আপিল বিভাগ।