ফায়ার সার্ভিসে করোনা আক্রান্ত ২৩০ জনের মধ্যে ১৯১ জনই সুস্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৯ জুলাই ২০২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৩০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯১ জন সুস্থ হয়ে কর্মে ফিরেছেন। তবে এখনো ৩৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা আক্রান্ত ঢাকা বিভাগের ১৭৭ জনের মধ্যে সুস্থ আছেন ১৫৭ জন এবং আইসোলেশনে রয়েছেন ২০ জন। চট্টগ্রামে ১৭ জনের মধ্যে সুস্থ আছেন ১০ জন এবং আইসোলেশনে সাতজন, রাজশাহীতে আক্রান্ত একজন এবং তিনি সুস্থ, রংপুরে আটজনের মধ্যে সুস্থ আছেন পাঁচজন এবং আইসোলেশনে তিনজন, বরিশালে তিনজন অসুস্থ এবং তারা আইসোলেশনে রয়েছেন। সিলেট বিভাগে আক্রান্ত আটজনের মধ্যে সবাই সুস্থ। খুলনায় ১০ জনের মধ্যে সুস্থ আছেন চারজন এবং আইসোলেশনে ছয়জন। ময়মনসিংহে আক্রান্ত ছয়জনের মধ্যে সবাই সুস্থ রয়েছেন।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলসহ (নারায়ণগঞ্জ) বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আক্রান্ত ১৯১ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জেইউ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।